ক্রিয়েটিভ রাইটিং এর শুরুটা পরিক্ষার খাতায় অজানা প্রশ্নের উত্তর লেখা দিয়ে। ফল প্রকাশের পর আর পিছন ফিরে তাকানো লাগেনি। ধেয়ে আসা বেতের তীব্রতা সামনে এগুতে বাধ্য করেছে। ঠিক করেছিলাম এরপর থেকে প্রশ্নের উত্তর না জানলে চিত্র একে দিবো। সেটাও সুপার ফ্লপ। জীবনে না পাওয়ার গ্লানি অনেক। বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কৃত হওয়ার পর ফ্রিল্যান্স রাইটার হিসেবে নাম লেখালাম। চলতে চলতে অনেকটা পথ চলা হলো।